বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লায় কোরআন অবমাননার জেরে চৌমুহনীতে মন্দিরে হামলা ও ২ ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০/২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলাটি করেছেন ইসকন মন্দিরের ভক্ত রতেশ্বর দেবনাথ।
মামলার এজাহারে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে শুক্রবার সকাল ১০টায় তারা পূজা অর্চনা করছিলেন। এমন সময় দুই শতাধিক লোক বিভিন্ন স্লোগান দিয়ে চৌমুহনী সরকারি এসএ কলেজের উত্তর পাশের ইসকন মন্দিরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় পুরোহিতসহ মন্দিরভক্তরা এদিক সেদিক ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যতন সাহাকে (৪২) পিটিয়ে হত্যা করে এবং আতঙ্কে পালিয়ে যাওয়ার সময় প্রান্ত সাহা মন্ডপের পাশে পুকুরে পড়ে ডুবে যান। শনিবার তার লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত অভিযান চালিয়ে ৫৭ ব্যক্তিকে আটক করেছে।
নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।