Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ৯:৫২ এএম

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। রোববার রাত পৌনে ৮টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নলকা মোড়ে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রী মা-ছেলে নিহত হন।

এদিন সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা ৫নং সেতু এলাকায় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

নলকার ট্রাকচাপায় নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মাছিমপুর মহল্লার নাসির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও তার ছেলে নয়ন (২২)।

তবে খালকুলায় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ জানান, নলকা সেতু এলাকায় ব্যাটারিচালিত একটি অটোভ্যান রাস্তা পার হওয়ার সময় বিকল হয়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। আহত হন মেয়ে ইসরাত জাহান।

খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. আব্দুল্লাহেল বাকী জানান, সলঙ্গার খালকুলা এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় বাসের অন্তত সাত যাত্রী আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়।

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান এসআই বাকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ