নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টের পুরুষ ও মহিলা দু’বিভাগেই সেরার খেতাব জিতেছে ভারত। গতকাল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে ভারত ৪৬-২৫ গোলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে বিজয়ীরা ২০-১০ গোলে এগিয়ে ছিল। ভারতের অনিল কুদিয়া সর্বোচ্চ ১১ গোল করেন। বাংলাদেশের পক্ষে সোহেল রানা করেন ৬ গোল। মহিলাদের ফাইনালে ভারত ৪৮-২৯ গোলে বাংলাদেশ মহিলা দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। বিজয়ী দল প্রথমার্ধে ২৬-৭ গোলে এগিয়ে ছিল। ভারতের পক্ষে সর্বোচ্চ ৮ গোল করেন মনিকা। বাংলাদেশের পক্ষে শিফা ও রহিমা করেন ৮টি করে গোল।
এর আগে স্থান নির্ধারণী ম্যাচে পুরুষ বিভাগে পাকিস্তান ৪২-১৪ গোলে নেপালকে হারিয়ে তৃতীয় হয়। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-০৭ গোলে এগিয়েছিল। মহিলাদের স্থান নির্ধারনীতে পাকিস্তান ৩৪-১৬ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থান পায়। প্রথমার্ধে পাকিস্তান মহিলা দল ২২-৭ গোলে এগিয়ে ছিল। ফাইনাল শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি, উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।