মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও রকেট পরীক্ষার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় গত বুধবার ওই প্রস্তাব উত্থাপন করা হয়। বিবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র বৃদ্ধি কিংবা মানবাধিকার লঙ্ঘনে সহায়ক যে কোনো পক্ষই এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। খসড়া প্রস্তাবে বলা হয়, উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র বেচাকেনা কিংবা উৎপাদনে সহায়তা করে এমন কোনো ব্যক্তি বা ভূখ- নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে। এ ছাড়া উত্তর কোরিয়ার প্রচলিত অস্ত্র উৎপাদন বাড়ানো, রকেট কর্মসূচির প্রসার, অর্থপাচার, মাদক পাচারে সহায়তাকারী পক্ষগুলোকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। প্রস্তাবটিতে উত্তর কোরিয়ায় রেডিও সম্প্রচার এবং মানবিক সহায়তা খাতে পাঁচ কোটি ডলার ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে। এর আগে একই ধরনের একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। দুটি প্রস্তাবই প্রেসিডেন্ট বারাক ওবামার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। সর্বশেষ প্রস্তাবটির অন্যতম প্রণেতা রিপাবলিকান পার্টির সিনেটর কোরি গার্ডনার উত্তর কোরিয়ার বিষয়ে ওবামার ‘কৌশলগত ধৈর্যধারু’ নীতির সমালোচনা করেন। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ বন্ধে চুক্তির দিকে ইঙ্গিত করে গার্ডনার বলেন, যুদ্ধবিরতির পর থেকে কোরিয়া উপদ্বীপের পরিস্থিতি বর্তমানে সবচেয়ে অস্থিতিশীল অবস্থায় আছে। এদিকে, চার দিন আগে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেআরটি। ভিডিওতে উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটি থেকে ওই রকেট উৎক্ষেপণের দৃশ্যের পাশাপাশি দেশটির শীর্ষ নেতা কিম জং উনের তা পর্যবেক্ষণের স্থির চিত্রও দেখানো হয়েছে। তিন ধাপে রকেট ও বুস্টার আলাদা হওয়া এবং নিয়ন্ত্রণ কক্ষে উত্তর কোরীয় বিজ্ঞানীদের উল্লাসের দৃশ্যও ভিডিওতে রয়েছে। গত রোববার সকালে ওই রকেটে করে পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানোর কথা বলে আসছে উত্তর কোরিয়া, যদিও তারা আসলে ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ প্রকাশ করে আসছিল যুক্তরাষ্ট্র ও জাপান। এই রকেট উৎক্ষেপণ নিয়ে টানাপড়েনের মধ্যে জাপান উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও ঘোষণা দিয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।