Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরা র‌্যাঙ্কিংয়ে মাশরাফি

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে দারুণ বোলিং করা মাশরাফি বিন মর্তুজা উঠে এসেছেন আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে। নিজের ক্যারিয়ার সেরায় উঠে আসতে শেষ দুটি সিরিজ মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ইংল্যান্ড সিরিজ শেষে মাশরাফির রেটিং পয়েন্ট ৬২৩। ছয়ধাপ এগিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে সেরা দশে আছেন তিনি। ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছেন সাকিব আল হাসান। বাঁ-হাতি এই স্পিনার পিছিয়েছেন দুই ধাপ। তবে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। সুনিল নারাইনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
উদ্বোধনী ব্যাটসম্যান তামীম ইকবাল একধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আছেন ২২ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন মাহমুদুল্লাহ। সেরা ২০-এ বাংলাদেশের প্রতিনিধি একজনই। এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ বোলার
র‌্যাঙ্ক বোলার দেশ রেটিং
১ ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ড ৭৩১
২ সুনিল নারিন উইন্ডিজ ৭২৫
৩ ইমরান তাহির দ. আফ্রিকা ৭১২
৪ মিচলে স্টার্ক অস্ট্রেলিয়া ৬৯০
৫ ম্যাট হেনরি নিউজিল্যান্ড ৬৭৫
৬ সাকিব আল হাসান বাংলাদেশ ৬৬০
৭ আদিল রশিদ ইংল্যান্ড ৬৫৫
৮ কাগিসো রাবাদা দ. আফ্রিকা ৬২৮
৯ মাশরাফি মর্তুজা বাংলাদেশ ৬২৩
১০ মোহাম্মদ নবি আফগানিস্তান ৬১৯



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেরা র‌্যাঙ্কিংয়ে মাশরাফি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ