মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল তার তুরস্ক সফরে ইস্তাম্বুলের হুবার ম্যানশনে পৌঁছেন। ইস্তাম্বুলে পৌঁছেই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে দেখা করেন এ জার্মান চ্যান্সেলর। পরে এক বৈঠকে যোগ দেন তারা। এ বৈঠকটিরও আয়োজন করা হয়েছে ইস্তাম্বুলের তারাবিয়া এলাকার হুবার ম্যানশনে। ওই বৈঠকটি ছিল এক ঘণ্টা দীর্ঘ।
শনিবার তাদের এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
বৈঠক শেষে অ্যাঞ্জেলা মার্কেল ও এরদোগান ওই হুবার ম্যানশনের ঝুলন্ত বারান্দায় যান। ওই সময় তাদের দু’জনকে কথা বলতে দেখা গেছে। পরে মার্কেল ও এরদোগান একসাথে লাঞ্চ (মধ্যাহ্নভোজ) করেন।
আশা করা হচ্ছে যে এ দু’নেতা একটি যৌথ সংবাদ সম্মেলনেরও আয়োজন করবেন।
এর আগে অ্যাঞ্জেলা মার্কেল ও এরদোগান একটি গলফ কোর্টে যান। এরপর তারা দু’জন ওই হুবার ম্যানশন এলাকার সমুদ্র সৈকতে বেড়াতে যান। এছাড়া এ দু’নেতা ওই এলাকায় জড়ো হওয়া স্থানীয় ও বিদেশী সাংবাদিকদেরও অভিবাদন জানান।
সূত্র : আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।