Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ৯:২১ এএম

শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল তার তুরস্ক সফরে ইস্তাম্বুলের হুবার ম্যানশনে পৌঁছেন। ইস্তাম্বুলে পৌঁছেই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে দেখা করেন এ জার্মান চ্যান্সেলর। পরে এক বৈঠকে যোগ দেন তারা। এ বৈঠকটিরও আয়োজন করা হয়েছে ইস্তাম্বুলের তারাবিয়া এলাকার হুবার ম্যানশনে। ওই বৈঠকটি ছিল এক ঘণ্টা দীর্ঘ।

শনিবার তাদের এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

বৈঠক শেষে অ্যাঞ্জেলা মার্কেল ও এরদোগান ওই হুবার ম্যানশনের ঝুলন্ত বারান্দায় যান। ওই সময় তাদের দু’জনকে কথা বলতে দেখা গেছে। পরে মার্কেল ও এরদোগান একসাথে লাঞ্চ (মধ্যাহ্নভোজ) করেন।

আশা করা হচ্ছে যে এ দু’নেতা একটি যৌথ সংবাদ সম্মেলনেরও আয়োজন করবেন।

এর আগে অ্যাঞ্জেলা মার্কেল ও এরদোগান একটি গলফ কোর্টে যান। এরপর তারা দু’জন ওই হুবার ম্যানশন এলাকার সমুদ্র সৈকতে বেড়াতে যান। এছাড়া এ দু’নেতা ওই এলাকায় জড়ো হওয়া স্থানীয় ও বিদেশী সাংবাদিকদেরও অভিবাদন জানান।

সূত্র : আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক-জার্মানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ