Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিশালে বাস দুর্ঘটনায় নিহত ৫ জন এক পরিবারের

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২১, ৬:৩৭ পিএম | আপডেট : ৭:১০ পিএম, ১৬ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে এক পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। তারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে ত্রিশাল থানার ওসি মো: মাঈন উদ্দিন।

এক পরিবারের নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুড় নজরুল ইসলাম (৫৫)। তবে নিহত অপর এক জনের পরিচয় সনাক্ত করা যায়নি।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।


শনিবার (১৬ অক্টোবর) বেলা সোয়া ৩ টার দিকে ত্রিশাল উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মূলত দুই বাসের প্রতিযোগিতা মূলক ওভারটেকের কারণে এ দুর্ঘটনা ঘটেছেও বলেও জানিয়েছেন ওসি মো: মাঈন উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ