Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রদলকে আন্দোলনে নামতে হবে- ইকবাল হোসেন শ্যামল

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২১, ৫:০৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়ার আদর্শে গড়া সংগঠন। ছাত্রদল দেশনেত্রীর খালেদা জিয়ার অনুগত রনাংগনের শক্তির প্রেরণা, তারেক জিয়ার নেতৃত্বে ছাত্রদের অধিকার আদায়ের রাজনৈতিক ছাত্র সংগঠন। বাংলাদেশে আজ গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন। সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার কেঁড়ে নেওয়া হয়েছে, কেঁড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার। রাতের অন্ধকারে ভোট চুরি করে এ সরকার ক্ষমতায় এসেছে। তাই এ সরকারের হাতে গণতন্ত্র ও দেশ নিরাপদ নয়। তাই বর্তমান প্রজন্মের রাজপথের পরিক্ষিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন গড়ে তুলে এ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে হবে আমাদের অবিভাবক তারেক রহমানকে। সেই সাথে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে।

তিনি শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। শিবগঞ্জ সোনালী ব্যাংক এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গদলের কার্যালয় চত্বরে দ্বি-বার্ষিক সম্মেলনে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রাজু, করিম প্রধান রনি, মোসাফ্ফের শাফি, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ রফিকুল ইসলাম ববি। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর-এ আলম সিদ্দিকী রিগ্যান এর সঞ্চালনে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, বুলবুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী যুবদল আহবায়ক খালিদ হাসান আরমান, যুবদল নেতা আবু শাহিন, মাহদী হাসান তমাল, ছাত্রদল নেতা মীর শাকরুল আলম সীমান্ত। সম্মেলনে বিপুল রহমান সভাপতি ও মীর মুনইমুর রহমান মুনকে সাধারণ সম্পাদক ও তারেক রহমান মিলুকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা ছাত্রদল কমিটি ও শাহিনুর রহমান আলামিন সভাপতি ও শাহীন আলম সাধারণ সম্পাদক ও মোস্তফা কামাল কে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী পৌর ছাত্রদল কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ