Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

তালেবানকে স্বীকৃতি না দিলেও সহযোগিতার আশ্বাস তুরস্কের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্কের সঙ্গে আলোচনায় বসেছে তালেবান প্রতিনিধি দল। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার তালেবান প্রতিনিধি দল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছালে তাদেরকে স্বাগত জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসুগলু। তালেবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী। তুরস্ক জানিয়েছে, আফগানিস্তানে যে মানবিক সঙ্কট তৈরি হয়েছে তাতে তারা সহযোগিতা করবে। কিন্তু সহযোগিতার আশ্বাস দিলেও এখনও স্বীকৃতির ব্যাপারে প্রতিশ্রুতি দেয়নি তুরস্ক। তবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার বিষয়টি গুরুত্ব দেয়ার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি। প্রকৃতপক্ষে স্বীকৃতি ও সংযুক্তি দুইটি ভিন্ন বিষয়। তিনি বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়তে দেয়া উচিত নয়। যেসব দেশ আফগানিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে তাদের আমরা বলেছি, এগুলো খুলে দিলে তাদের বেতনভাতা দেয়া সহজ হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ইস্যু শুধু আমাদের বিষয় নয়, গোটা বিশ্বের জন্য এটা প্রয়োজন। আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য তাদের বিমানবন্দরগুলো সচল হওয়া প্রয়োজন। তিনি নারী শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের সুযোগ রাখার জন্য তালেবানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমরা আমাদের শর্ত বা চাহিদার কথা তাদের (তালেবানদের) কাছে জানিয়েছি। এটা শুধু আমাদের প্রত্যাশা নয় এটা গোটা মুসলিম বিশ্বের প্রত্যাশা। তিনি বলেন, ‘আমরা তাদের আহ্বান করছি এই বিষয়টিকে কোনো পূর্বশর্ত বা দাবি হিসেবে না দেখতে। কেননা এটি অন্য মুসলিম দেশগুলোরও প্রত্যাশা।’

চাভাসুগলু জানান, তালেবান প্রতিনিধি দল জানিয়েছে যে ইতোমধ্যেই সকল নারী বিশেষ করে স্বাস্থ্য খাতের কর্মরত নারীরা তাদের কর্মক্ষেত্রে ফিরে এসেছে। একইসাথে আফগানিস্তানে সমন্বিত সরকার গঠনের গুরুত্ব সম্পর্কে তুরস্কের বার্তা তালেবান প্রতিনিধি দলের কাছে পৌঁছানো হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘তালেবানের বাইরে সকল জাতি ও ধর্মীয় গোষ্ঠীর মানুষকে প্রশাসনে যুক্ত করার গুরুত্ব সম্পর্কে আমরা আবার জানিয়েছি। বিশেষ করে এই দুর্যোগের মুহূর্তে দেশে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার জন্য এটি গুরুত্বপূর্ণ।’

বৈঠকে তালেবান প্রতিনিধি দল আফগানিস্তানে মানবিক সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান। একইসাথে সন্ত্রাস মোকাবেলা ও আফগান শরণার্থীর বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে আমির খান মুত্তাকি কোনো মন্তব্য করেননি। এর আগে এই সপ্তাহে নতুন সরকারের স্বীকৃতি ও আফগানিস্তানে সহায়তার বিষয়ে অন্তর্র্বতী আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে তালেবানের প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ১০ ইউরোপীয় রাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে। সূত্র : ডন।



 

Show all comments
  • jack ali ১৬ অক্টোবর, ২০২১, ৯:০৬ পিএম says : 0
    তুরস্ক চলে কাফের আইন দিয়ে তুরস্কের মানুষরা ইউরোপের মত বসবাস করে যদি মুসলিম আইন দিয়ে পরিচালিত হতো তাহলে তালেবানদেরকে সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ