মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে আবারও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপরই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে। পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমোদন করার পরই এ হামলা চালানো হয়। গত রোববারও মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। পেন্টাগনের দাবি, রণতরীর কাছাকাছি আসার আগেই এসব ক্ষেপণাস্ত্র ম্যাশন নামের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার দিয়ে সাগরে ধ্বংস করা হয়। ফলে রণতরীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হুথি বিদ্রোহীদের মুখপাত্র বার্তাসংস্থা সাবাকে জানান, তারা কোনো রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। বরং মার্কিন মদদপুষ্ট সউদি সামরিক জোট হুথি বিদ্রোহীদের ওপর নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে বলে জানান তিনি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।