Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানে হামলার ভিন্ন পথ খুঁজছে ভারত

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানভুক্ত আজাদ কাশ্মীরে ভারতীয় সেনার কথিত সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্কের পর পাকিস্তানে হামলার জন্য ভিন্ন পথ খুঁজছে দেশটি। সার্জিক্যাল স্ট্রাইক থেকে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে বিভিন্ন মহল থেকে যে অভিযোগ উঠছিল, তা প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। গত বুধবার মুম্বাইতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের সম্পূর্ণ কৃতিত্ব সেনাবাহিনীর। কিন্তু গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার বাহবা পাওয়ার যোগ্য। প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, কেউ ভাবেইনি যে ভারত এমন পদক্ষেপও গ্রহণ করতে পারে। ৩০ বছরের জমে থাকা বরফ নির্গত হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। এই অভিযানের সম্পূর্ণ কৃতিত্ব ভারতীয় সেনার। কিন্তু তাদের স্বাধীনভাবে অভিযান চালাতে দেয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে বিজেপি সরকার। পারিকরের কথায়, ভারত কী পদক্ষেপ গ্রহণ করবে তা যে আগে থেকে বুঝতে দেবে না তা টের পেয়েছে পাকিস্তান। তাই পরবর্তী আক্রমণ সার্জিক্যাল স্ট্রাইক না-ও হতে পারে। অন্য কোনো পথেও পাকিস্তানকে আক্রমণ করা হতে পারে। পাশাপাশি বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পারিকরের দাবি, ইউপিএ আমলেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে যে প্রচার চালানো হচ্ছে তা শতভাগ মিথ্যা। ভারত এর আগে পাক অধিকৃত আজাদ কাশ্মীরে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করেনি। ২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকই প্রথম। এদিকে ভারতের কথিত সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দেখানো নিয়ে এখনো টালবাহানা করছে দেশটির বিজেপি সরকার। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে হামলার ভিন্ন পথ খুঁজছে ভারত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ