Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিনের ডিক্রি জারি

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় বিদেশে কর্মরত রুশ নাগরিকদেরকে তাদের পরিবারের সদস্যসহ জরুরি ভিত্তিতে দেশে ফেরত পাঠাতে এক ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বিশ্বে আরেকটি নতুন যুদ্ধ ঘনিয়ে আসছে এমন আশঙ্কায় তার দেশের যেসব কূটনীতিক, কর্মকর্তা, কর্মচারী বিদেশে কর্মরত তাদের পরিবারের সদস্যদের দ্রুত দেশে ফেরত পাঠাতে ডিক্রিতে নির্দেশ দিয়েছেন। লন্ডনের অনলাইন এক্সপ্রেস এমনি এক সংবাদ প্রকাশ করেছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট সব শ্রেণীর কূটনীতিককে নির্দেশ দিয়েছেন আত্মীয়-স্বজনদের দেশে ফেরত পাঠাতে। তাদেরকে অবিলম্বে বিদেশের স্কুলগুলোতে অধ্যয়নরত তাদের ছেলেমেয়েদের দেশে ফেরত পাঠাতেও বলা হয়েছে ওই ডিক্রিতে। দ্য ডেইলি স্টার পত্রিকাকে রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক স্টানিস্লাভ বেলকোভসকি বলেছেন, এটা হলো একটি বড় যুদ্ধের প্রস্তুতি। তবে এক্ষেত্রে বড় ভয়ের বিষয় হলো, ভøাদিমির পুতিন হঠাৎ তার ফ্রান্স সফর বাতিল করেছেন। ডিক্রি জারি করে বিভিন্ন পেশার লোকজনকে বলা হয়েছে, বিদেশে অধ্যয়নরত তাদের সন্তানদের অবিলম্বে স্কুল থেকে প্রত্যাহার করে নিতে। যদি তারা শিক্ষাবর্ষের মাঝামাঝিও থাকে, তবুও তাদের প্রত্যাহার করে নিতে বলা হয়েছে। পুতিনের সর্বশেষ ফ্রান্স সফর বাতিল মস্কো ও পশ্চিমাদের মধ্যে সম্পর্কে অবনতি হয়েছে। ডিক্রিতে বয়োবৃদ্ধ নাগরিকদেরও রাশিয়ায় ফিরে যেতে বলা হয়েছে। রাশিয়ার বিভিন্ন সূত্র বলছে, রাশিয়ার রাজনৈতিক অভিজাত শ্রেণীর মানুষ যখন দেশপ্রেমের কথা বলেন, তখন তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা শিখছে। তাদের চারপাশে ঘিরে থাকে রাশিয়ার শত্রুরা। এতে রাশিয়ার কর্মকর্তারা ক্ষুব্ধ। এর আগে পুতিন বলেছিলেন, সিরিয়া যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে সমঝোতায় আসতেই হবে। তিনি বলেছিলেন, পিতা-মাতাসুলভ আচরণ দেখাতে হবে। একে অন্যের স্বার্থের বিষয়টি আমলে নিতে হবে। এ জন্য আমরা প্রস্তুত। অনলাইন এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিনের ডিক্রি জারি

১৪ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ