মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রথমবারের মতো একটি ই-সিগারেটকে যুক্তরাষ্ট্রে বিক্রির অনুমোদন দিয়েছে দেশটির মেডিক্যাল পণ্য তদারকি প্রতিষ্ঠান খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। আরজে রেনল্ডস কোম্পানির তিনটি পণ্যকে বিক্রির অনুমোদন দিয়েছে সংস্থাটি। এফডিএ জানিয়েছে, অল্পবয়সীদের আসক্তির ঝুঁকির চেয়ে ই-সিগারেট ধ‚মপান ছাড়তে চাওয়া প্রাপ্তবয়স্কদের জন্য বেশি সুবিধাজনক। যুক্তরাষ্ট্র যে ই-সিগারেট বিক্রির অনুমোদন দিয়েছে তা তামাক ফ্লেবারের। বিপরীতে মিষ্টি ফ্লেবারের ই-সিগারেট অল্পবয়সীদের কাছে বেশি জনপ্রিয়। গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্রি হয়েছে ই-সিগারেট। তবে অল্পবয়সীদের এতে আসক্তি দেশটিতে উদ্বেগের কারণ হয়ে ওঠে। আনুষ্ঠানিকভাবে বিক্রির অনুমোদন পেতে এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে পণ্যটির উৎপাদকদের। এই সময়ে এফডিএ ই-সিগারেটের সম্ভাব্য সুবিধা এবং অসুবিধা খতিয়ে দেখে। প্রায় এক দশক আগে তামাক পণ্য নিয়ন্ত্রণের কর্তৃত্ব পায় এফডিএ। সংস্থাটি ই-সিগারেটের ওপর ব্যাপক জরিপ চালিয়ে এটি বিক্রি করা যাবে কিনা তা খতিয়ে দেখেছে। গত মাসে এফডিএ এবং রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালিত এক জরিপে দেখা যায়, এই বছর যুক্তরাষ্ট্রের ২০ লাখেরও বেশি স্কুল শিক্ষার্থী ই-সিগারেট ব্যবহার করেছে। তাদের ৮০ শতাংশই ফ্লেবার সমৃদ্ধ পণ্য ব্যবহার করেছে। সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।