নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : সিরিজের দ্বিতীয় ম্যাচে জস বাটলারকে ফিরিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের উৎসবের প্রতিক্রিয়ায় ইংল্যান্ড অধিনায়ক মেজাজ হারিয়ে যে ঔদ্ধত্য আচরণ করে উসকে দিয়েছে টীমমেটদের, তার রেশটা পড়েছে ম্যাচ শেষে। ক্রিকেটীয় ভদ্রতায় প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো রেওয়াজÑ কিন্তু তামীমের এগিয়ে দেয়া হাত প্রত্যাখ্যান করে মেজাজি আচরণ করেছেন স্টোকস! এমন ঘটনায় ইংল্যান্ড ক্রিকেটারদের যেখানে আচরণ শেখানোর কথা, সেখানে সাবেক অধিনায়ক মাইকেল ভন উল্টো জস বাটলারের পক্ষ নিয়েছেন। বিবিসি রেডিও ফাইভকে দেয়া সাক্ষাতকারে বলেছেনÑ ‘সে কোন অন্যায় করেনি। যখন কোন প্রতিপক্ষ তোমার কাছে আসবে, তখন তুমি কি করবে? আমরা যা চিন্তা করছি, তার চেয়েও বেশি রাগ হওয়ার কথা বাটলারের। সে চোখ স্থির করে রেখেছে। এ ধরনের ঘটনায় তার মুখ থেকে কিছু একটা বেরিয়েছে। মনে হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড অধিনায়ককে চটিয়ে সিরিজ জিততে চাচ্ছে।’
ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস অবশ্য এই প্রথম শান্ত শিষ্ট জস বাটলারের মেজাজ বিড়গে যাওয়ার দৃশ্য দেখেছেনÑ ‘এই দলটির সঙ্গে থেকে এই প্রথম জস বাটলারকে একটু ব্যতিক্রম দেখালো। নিজের ভূমিকার জন্য সতর্ক হতে হলো তাকে। ম্যাচ রেফারির রিপোর্ট আমি পড়িনি। তবে তারা (মাশরাফি, সাব্বির) অর্থ দÐে দÐিত হয়েছে, জস বাটলারকে সতর্ক করা হয়েছে এই গল্পটা শুনেছি। অধিনায়কের জার্সি পরে এই ঘটনায় জস বাটলার শুয়ে থাকতে পারে না। সে তার কব্জিতে চড় খেয়েছে। ভবিষ্যতে সে এ ধরনের সমস্যায় পড়লে সেরাটাই করতে চাইবে।’
এই ঘটনা দু’দলকেই দিয়েছে তাতিয়ে, দু’দলই জিততে মরিয়া হবে, তা মনে করছেন ইংল্যান্ড অল রাউন্ডার মইন আলীÑ ‘ওই ম্যাচে কয়েকজন উত্তেজিত হয়ে পড়েছিল। প্রতিদ্বদ্বিতাপূর্ণ একটি ম্যাচে এ রকম হতেই পারে। আমাদের দলে কয়েকজন আছে যারা এ রকম পরিস্থিতিতে একটু উত্তেজিত হয়ে পড়ে, বাংলাদেশ দলেও এ রকম ক’জন আছে। এখন ওসব পেছনে পড়ে গেছে, আমরা মনোযোগ দিচ্ছি ক্রিকেটে। তবে আমার মনে হয়, এই ঘটনা দু’দলকেই আরো তাতিয়ে দেবে। দু’দলই এখন আগের চেয়ে বেশি জিততে চাইবে। বাংলাদেশ ঘরের মাটিতে টানা ছয়টি সিরিজ হারেনি। আমরা অবশ্যই তাদেরকে হারাতে চাই। বিশেষ করে আমাদের অধিনায়ক মরিয়া হয়ে চাইবে ম্যাচটি জিততে।’
তবে সিরিজ নির্ধারণী ম্যাচে ওই ঘটনা ফেলবে প্রভাব, তা মনে করছেন না ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসÑ‘এটা সিরিজ নির্ধারণী ম্যাচ। আমি মনে করি না যে ওই ঘটনা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কোনো প্রভাব ফেলবে। তারা পেশাদার খেলোয়াড়। এর আগেও এমন ঘটনার অভিজ্ঞতা রয়েছে প্রত্যেকের। আমার মতে, কেউ যদি এই ঘটনায় আটকে পড়ে থাকে, তাহলে তারা প্রতিপক্ষকে বাড়তি সুবিধাই করে দিবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।