Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিতে বাংলাদেশ

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আইএইচএফ ট্রফি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের মহিলা-পুরুষ দু’বিভাগেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মহিলা বিভাগের খেলায় বাংলাদেশ ২৪-৭ গোলে আফগানিস্তানকে হারিয়ে ‘এ’ গ্রæপ সেরা হয়ে শেষ চারে জায়গা পায়। এছাড়া সেমিফাইনাল নিশ্চিত করে শ্রীলংকা, ভারত ও পাকিস্তান মহিলা দলও। একই ভেন্যুতে পুরুষ বিভাগের খেলায় বাংলাদেশ ৪৬-১৭ গোলের বড় ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। আসরের পুরুষ বিভাগ থেকে সেমিফাইনালে ওঠা অন্য দলগুলো হলোÑ ভারত, পাকিস্তান ও নেপাল। টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় পুরুষ বিভাগে নেপাল ৩২-২১ গোলে মালদ্বীপকে, পাকিস্তান ৪৪-২০ গোলে আফগানিস্তানকে এবং বাংলাদেশ ৪৬-১৭ গোলে শ্রীলংকাকে হারায়। মহিলা বিভাগে বাংলাদেশ ২৪-০৭ গোলে আফগানিস্তানকে, পাকিস্তান ২১-২০ গোলে নেপালকে এবং শক্তিশালি ভারত ৫১-১৩ গোলে অপেক্ষাকৃত দুর্বল দল মালদ্বীপকে হারায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিতে বাংলাদেশ

২২ সেপ্টেম্বর, ২০২২
১২ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ