Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু রাজনীতি করেছেন মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য : পলক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৯:৫৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের একেকজন সৈনিক। আমরা শোষিত-বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে রাজনীতি করি।

মঙ্গলবার দুপুরে সিংড়া বাস টার্মিনালে উপজেলা ও পৌর শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। তিনি বলেন, বিগত করোনা-বন্যায় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকেছেন। ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। কৃষি শ্রমিক সংকটে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছেন। সংসদ সদস্য হিসেবে নয়, আমি আমৃত্যুকাল আপনাদের পলক ও সেবক হয়ে থাকতে চাই।

শ্রমিক লীগের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, সহ-সভাপতি এসএম বাদল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুনাইদ আহমেদ পলক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ