Inqilab Logo

বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন শেখ হাসিনা : পলক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ৬:২৯ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ৭১ পূর্ববর্তী ও পরবর্তী সকল ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। সোমবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছিলেন। বঙ্গবন্ধুর ডাকে সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ ছিল। এজন্য কোনো ষড়যন্ত্র সফল হয়নি। ৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জুনাইদ আহমেদ পলক বলেন, স্বাধীনতার সময় বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত আমাদের অর্থ, শক্তি ও সাহস দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। অথচ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি চক্র অপকর্মে লিপ্ত। তাদের মুখোশ আজ উন্মোচিত হয়েছে। এদের প্রতিহত করতে হবে। মুজিববর্ষ অনুষ্ঠানে ১০০টির বেশি রাষ্ট্র বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে। বাংলাদেশ এখন বিশ্বের মডেল। অনেক দেশ আমাদের অনুসরণ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, করোনায় বিশ্ব বিধ্বস্ত। সেই মুহূর্তে আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। করোনায় বহু আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি-মন্ত্রী মৃত্যুবরণ করেছেন। কিন্তু জনকল্যাণ থেকে পিছপা হয়নি আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, সহ-সভাপতি ভেটু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।



 

Show all comments
  • Burhan uddin khan ১০ মে, ২০২১, ৬:৫৮ পিএম says : 0
    It is good plan for the nation...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুনাইদ আহমেদ পলক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ