Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

‘রিজার্ভ ডে’র প্রস্তাব প্রত্যাখ্যান ইংল্যান্ডের

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফি-বাটলারদের বাকবিতÐা উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছে চট্টগ্রামের তৃতীয় ওয়ানডের। প্রথম দুই ম্যাচে ১-১ ব্যবধানে সমতা থাকায় সেটা সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে। দুই দলই চাইবে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে সিরিজ জিততে। তবে অলিখিত এই ফাইনালের উত্তেজনায় পানি ঢালতে বসেছে বেরসিক বৃষ্টি। গতকাল থেকেই টানা বর্ষণের কবলে ভেন্যু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম। তবে সেই বৃষ্টিকে মোক্ষম জবাব দেবার একটি পরিকল্পনা হাতে নিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তান সিরিজে থাকলেও এই সিরিজে রাখা হয়নি রিজার্ভ ডে। তারপরও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে বাড়তি একটি দিনের (রিজার্ভ ডে) বিকল্প প্রস্তাব দিয়েছিলো বিসিবি। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি ইসিবি! কারণ হিসেবে তারা জানিয়েছে, আঁটসাঁট সফরে এটা নাকি সম্ভব নয়! ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেন, ‘ইসিবির কাছে আজ (গতকাল) একটি অনুরোধ এসেছিল এভাবে, সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পÐ হলে রিজার্ভ ডেতে তা আয়োজন করা যায় কিনা? প্রথমত, আমরা বিবেচনা করেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা অনুরোধটা রাখতে পারছি না। কেননা এবারের আঁটসাঁট সফরে এটা (রিজার্ভ ডে) সম্ভব নয়।’ তিনি আরো যোগ করেন, ‘আমাদের অধিকাংশ ওয়ানডে খেলোয়াড়রা যুক্তরাজ্যে চলে যাবে বৃহস্পতিবার। টেস্ট খেলোয়াড়রা আগামী সপ্তাহে আসার জন্য প্রস্তুতিও নিয়ে নিয়েছে। আমরা তাই সিরিজের সমাপ্তি টানতে চাই। আশা করি, আগামীকালই (আজ) ম্যাচটি মাঠে গড়াবে।’
বিষয়টির সত্যতা স্বীকার করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, ‘আবহাওয়ার কথা ভেবেই আমরা ইসিবির কাছে প্রস্তাবটি রেখেছিলাম। আমরা জানতে চেয়েছিলাম যে তারা (ইংল্যান্ড) রিজার্ভ ডেতে খেলতে আগ্রহী কিনা? কিন্তু তারা ‘না’ বলে দিয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘রিজার্ভ ডে’র প্রস্তাব প্রত্যাখ্যান ইংল্যান্ডের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ