পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। গত রোববার নিউইয়র্ক সিটির রিগো পার্কস্থ উডহ্যাভেন বুলেভার্ডস্থ জয়া পার্টি হল-এ এই নির্বাচনে মান্নান-মাহবুব প্যানেল জয়ী হয়েছে। সমিতির কার্যকরী পরিষদের ১৯ পদে মান্নান-মাহবুব আর মিসবাহ-অপু দুই প্যানেল থেকে ৩৮জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
ভোট গ্রহণ শেষে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশনের প্রধান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভোট কেন্দ্রেই ফলাফল ঘোষণা করেন। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর সদস্যরা যথাক্রমে হিফজুর এম রহমান, জালাল উদ্দিন আহমেদ, কামাল চৌধুরী ও মোহাম্মদ হেলাল উদ্দিন এসময় উপস্থিত ছিলেন। সমিতির নির্বাচনে সভাপতি পদে সাবেক উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মান্নান ও সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম অপু ও সদস্য নাজমুল হক মাহবুব প্রতিদ্ব›িদ্বতা করেন।
মান্নান-মাহবুব পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন, সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব, সহ সভাপতি ফয়জুর মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুন নুর হারুন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মো. তালহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, দফতর সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, ক্রীড়া সম্পাদক কিবরিয়া আহমেদ শাহিদ, সমাজকল্যাণ সম্পাদক আক্তারুজ্জামান শাহীন মালিক, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা আহমেদ, কার্যকরী সদস্য মো. খলকুর রহমান, জামাল হোসেন, মো. রাজ্জাক মুন্না, নুর উদ্দিন, ফখরুল হক, হোসেন আহমদ ও মো. আবু তাহের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।