Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিবাহ বিচ্ছেদ নিয়ে সমালোচনার জবাব দিলেন সামান্থা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১০:২৪ এএম

চার বছরের বিবাহিত জীবন শেষ করে সপ্তাহ খানেক আগেই আলাদা হয়ে গিয়েছেন ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি নাগা চৈতন‍্য ও সামান্থা রুথ প্রভু। বিবাহ বিচ্ছেদের জন্য অনেকে সামান্থাকে দায়ী করছেন। নাগা চৈতন‍্যর সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালীন নাকি অন্য সম্পর্কে জড়িয়েছিলেন সামান্থা। এমনকি সন্তান চাই না বলে নাকি গর্ভপাত পর্যন্ত করিয়েছেন তিনি, বিবাহ বিচ্ছেদের পর এমনি সব গুঞ্জন ছড়াতে থাকে। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সমালোচকদের একহাত নিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে সামান্থা লেখেন, ‘আমার জীবনের এই ব্যক্তিগত কঠিন সময়ে আপনারা যে দরদ দেখিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রতি সহানুভূতি, উদ্বেগ দেখানোর জন্য এবং মিথ্যা গুজবের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য সকলকে ধন্যবাদ। ওরা বলছে, আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আমি নাকি কখনও সন্তান চাইনি। আমি স্বার্থপর। এমনকী এও বলতে ছাড়েনি যে, আমি নাকি গর্ভপাত করিয়েছি। কিন্তু যে কোনও বিচ্ছেদই ভীষণ কষ্টদায়ক। এই কঠিন ক্ষত সারাতে আমাকে নিজের মত ছেড়ে দিন। আমার ওপর অযথা আক্রমণ করে কোনও লাভ নেই।’

এর আগে শোনা গিয়েছিল, পেশায় স্টাইলিস্ট বন্ধু প্রীতম জুকালকারের সঙ্গে স্ত্রীর মেলামেশাটা একেবারেই পছন্দ করতেন না নাগা। এর মাঝে পড়ে সমালোচিত হচ্ছেন প্রীতম জুকালকার। স‍্যাম ও নাগার বিয়ে ভাঙার দায়ে তাকে অভিযুক্ত করছেন নেটিজেনদের একটা বড় অংশ। আবার সামান্থাও নাকি অন্য অভিনেত্রী দের সঙ্গে স্বামীকে দেখা পছন্দ করতেন না।

যদিও প্রীতমের দাবি, অভিনেত্রীকে দিদি বলে ডাকতেন তিনি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের জটিলতা নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন প্রীতম যা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়। পোস্টে সম্পর্কে সঙ্গীকে ধোঁকা দেওয়া, মহিলাদের উপর পুরুষদের মানসিক ও শারীরিক অত্যাচারের কথাও উল্লেখ করেছেন তিনি। এই পোস্ট দেখেই নেটিজেনদের প্রশ্ন, প্রীতম কি পরোক্ষে নাগা ও স‍্যামের বৈবাহিক কথাই বলছেন? তবে কি স্ত্রীকে অত্যাচার করতেন অভিনেতা যার জন্য বিয়ে ভাঙতে বাধ্য হয়েছেন সামান্থা? উত্তর মেলেনি কোনো পক্ষেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ