Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শতাধিক বার আছাড় খেয়ে স্কি করা শিখেছেন সামান্থা রুথ প্রভু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এখন সুইজারল্যান্ডের তুষার শুভ্র পরিবেশে অবকাশ যাপন করছেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের আস্বাদ নেবার পাশাপাশি তিনি স্কি করাটাও শিখে নিচ্ছেন। ছোট ঢাল থেকে বিশাল ঢালে স্কি করা তিনি যে প্রশিক্ষকের কাছ থেকে শিখেছেন তাকে তিনি সম্প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তিনি প্রশিক্ষণের সময় যে বিপত্তিতে পড়েছেন তারও উল্লেখ করেছেন। ‘আমি আমার স্কি করার যাত্রা শুরু করেছিলাম হাঁটি হাঁটি পা শিশুর মত ছোট ঢালে। শতাধিক বারের মত আছাড় খেয়েছি। প্রতিবারই নিজের চেষ্টায় উঠে দাঁড়িয়েছি। কয়েকবার ছেড়ে দেবার ভাবনাও এসেছে, তবে শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছি। বানি স্লোপ (ছোট ঢাল) থেকে শেষ পর্যন্ত রেড রান (বড় ঢালে স্কি) সম্পন্ন করতে পেরেছি। ব্যাপারটাই আসলেও বিশেষ কিছু।’ অ্যাডভেঞ্চার ক্রীড়াটি সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘যতটা কল্পনা করা সম্ভব ততটাই রোমাঞ্চকর আর ভীতিকর এই খেলা। আমি আমার প্রশিক্ষক কেইট এমসি বিকে তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই। আপনিই এটা সম্ভব করেছেন।’ তামিল এই অভিনেত্রী গুনাশেখরের ‘শকুন্তলম’ ফিল্মের কাজ শেষ করেছেন। পুরাণভিত্তিক ফিল্মটি পোস্ট প্রডাকশন পর্যায়ে আছে। আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’ ফিল্মে সামান্থার ‘উ আন্টাভা মাওয়া’ আইটেম গানটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সামান্থা রুথ প্রভু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ