Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুক সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট : নোবেল জয়ী মারিয়া রেসা

দ্য গার্ডিয়ান | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

ফেসবুককে গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করেছেন সদ্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। রেসা ফেসবুকের কঠোর সমালোচনা করে বলেছেন যে, এর অ্যালগরিদম সত্যকে উপেক্ষা করে আক্রোশ এবং ঘৃণার মাধ্যমে মিথ্যা ছড়িয়ে দেওয়াকে অগ্রাধিকার দেয়। তিনি বলেন, ‘ফেসবুক সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট এবং বিকৃত তথ্যের বিস্তার রোধে ব্যর্থ।’

ফেসবুক মানুষের ভাল-মন্দকে উপেক্ষা করে মুনাফাকে প্রাধান্যে রেখেছে, প্রতিষ্ঠানটির প্রাক্তন কর্মচারী ফ্রান্সিস হাউগেনের এই চাঞ্চল্যকর দাবির কয়েকদিন পরেই এই সমালোচনা করেন নিউজ ওয়েবসাইট র‌্যাপলার এর সহ-প্রতিষ্ঠাতা রেসা। রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভের সাথে ‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষার’ কাজের জন্য শুক্রবার নোবেল পুরস্কার অর্জন করেন রেসা। তিনি বলেন, ‘ফেসবুক বিশ্বের বৃহত্তম সংবাদ পরিবেশক হয়ে উঠেছে, তবুও এটি সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট, এটি সাংবাদিকতার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। যদি আপনার কাছে কোন তথ্য না থাকে, আপনার কাছে সত্য থাকতে পারে না, আপনি বিশ্বাস অর্জন করতে পারেন না। আপনার যদি এইগুলির কোনটিই না থাকে, তাহলে আপনার মধ্যে গণতন্ত্রও নেই।’

এদিকে, যুক্তরাজ্যের রাজনীতিবিদরাও ক্ষতিকারক বিষয়বস্তু থেকে শিশুদের রক্ষা করার জন্য ফেসবুকের সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। হাউগেনের বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন ব্রিটিশ সরকার এবং ফেসবুকের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করেছেন তারা। ব্রিটেনের সংস্কৃতি সচিব জো স্টিভেন্স বলেন, ‘ফেসবুক বার বার প্রমাণ করেছে যে এটিকে বিশ্বাস করা যায় না এবং সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে।’ স্টিভেন্স বলেন, ‘আমাদের যা আছে তা হ’ল একটি দুর্বল এবং অবহেলিত বিল যা এখনও ফেসবুককে স্বেচ্ছাচারিতার সুযোগ দিচ্ছে। কোন বয়সের সীমা কোন বিবেচ্য হবে তা মূখ্য নয়, জননিরাপত্তার আগে মুনাফার জন্য ফেসবুককে বিশ্বাস করা যায় না।’

উল্লেখ্য, গত সপ্তাহে হাউগেন এবং তার সহকর্মীরা প্রতিষ্ঠানটিকে তরুণ ব্যবহারকারীদের জন্য ক্ষতিকারক বিষয়বস্তুর দিকে পরিচালিত করার অভিযোগ আনেন। তিনি আরও দাবি করেন যে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির জন্য সর্বনিম্ন বয়স ১৩ থেকে বাড়িয়ে ১৭ করা উচিত।



 

Show all comments
  • Shanto ১১ অক্টোবর, ২০২১, ১০:১৬ এএম says : 0
    নিঃসন্দেহে মার্ক জাকারবার্গ একজন পিচাশ! সে নানা রকম মিথ্যা ভন্ডামি প্রতারণার উপর সাজানো বিভিন্ন নাটকের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতাকে ধ্বংস করছে,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মারিয়া রেসা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ