Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

দীর্ঘ বিরতির পর আবারো দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুই দেশের কর্মকর্তারা একটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছিলেন। খবর এপি। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির শীর্ষ বাণিজ্য আলোচক লিউ হি মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাইয়ের প্রতি আলোচনার আহবান জানিয়েছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের অধীনে আলোচিত ‘ফেজ ১’ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য প্রধান অর্থনৈতিক উদ্বেগ নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতি অনুসারে, উভয় পক্ষ বাস্তববাদী, অকপট ও গঠনমূলক আলোচনা করেছে। গত সপ্তাহে মার্কিন বাণিজ্য প্রতিনিধি তাই জানিয়েছিলেন, তিনি শুল্কযুদ্ধ সমাধানের লক্ষ্যে একটি অন্তর্র্বতী বাণিজ্য চুক্তি নিয়ে বেইজিংয়ের কর্মকর্তাদের সঙ্গে খোলামেলা আলোচনার পরিকল্পনা করছেন। আলোচনায় চীনের ভাইস প্রিমিয়ার লিউ হি চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা বাতিলের বিষয়ে জোর দেন। দুই দেশের বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্প ‘ফেজ ১’ বাণিজ্য চুক্তি প্রণয়ন করেছিলেন। বেইজিংয়ের শিল্পনীতি ও বাণিজ্য উদ্বৃত্তের অভিযোগ তুলে ট্রাম্পই চীনের পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছিলেন। অন্যদিকে মার্কিন সয়াবিন কেনা বন্ধ এবং অন্যান্য পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে প্রতিশোধ নেয় চীন। প্রেসিডেন্ট জো বাইডেনও ওই বাণিজ্যনীতিগুলো বজায় রেখেছেন এবং বেইজিং বারবার অভিযোগ করে আসছে। তবে নতুন প্রশাসনের অধীনে বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ