বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ১৯ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, আগামী ১৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হবে। আর টিকার প্রথম ডোজ নিশ্চিত করেই ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫ হাজার ডোজ টিকা পাঠানো হচ্ছে। যা আগামী শনিবারের মধ্যে চলে আসবে। যেসকল শিক্ষার্থী এখনো পর্যন্ত টিকার প্রথম ডোজ পায়নি তাদের রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা প্রদান করা হবে।
এছাড়াও আগামী ১৬ অক্টোবর থেকে চবির শাটল ট্রেন চালু করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য মহামারীর কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস এবং আবাসিক হলগুলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।