Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সউদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০২ পিএম

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের কো-চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, সউদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে তার দেশ। তিনি শনিবার ইরানের বার্তা সংস্থা ‘খনে মেল্লাত’কে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এ অবস্থান ঘোষণা করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে মতবিরোধ মিটিয়ে ফেলার যে আশা প্রকাশ করেছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। আজিজি বলেন, ইরান সব সময় সব বিষয়ে যৌক্তিক অবস্থান গ্রহণ করেছে; কাজেই যেকোনো সমস্যা সমাধানের লক্ষ্যে তেহরান আলোচনাকে ভয় পায় না।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক শক্তিশালী করাকে ইরানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী যে ‘মতবিরোধের’ কথা বলেছেন তা সৌদি আরবের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে এবং এর জন্য ইরান মোটেও দায়ী নয়।

ইব্রাহিম আজিজি বলেন, রিয়াদ সদিচ্ছা নিয়ে আলোচনার টেবিলে বসলে দু’দেশের মধ্যকার সব সমস্যার সমাধান হয়ে যাবে; কারণ, ইরানের পক্ষ থেকে সদিচ্ছার কোনো ঘাটতি নেই। তিনি বলেন, এ পর্যন্ত অনুষ্ঠিত আলোচনার পরিপ্রেক্ষিতে ইরান ও সৌদি আরবের সম্পর্কের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল বলে আশা করা যায়।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান-সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ