Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ফাইনালের আগে ফ্রান্স দলে করোনার আঘাত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

কোভিড-১৯ পজিটিভ হয়ে নেশন্স লিগের ফাইনাল থেকে ছিটকে গেলেন ফ্রান্স মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। রাবিও বর্তমানে আইসোলেশনে আছেন এবং ফাইনালের জন্য দলের সঙ্গে তিনি তুরিন থেকে মিলানে যাবেন না।
নেশন্স লিগের দ্বিতীয় আসরের শিরোপা লড়াইয়ে আজ স্পেনের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সান সিরোয় বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। গত বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন রাবিও। ৭৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ। জুভেন্টাসের এই মিডফিল্ডারের শূন্যতা পূরণে নতুন কাউকে দলে ডাকেননি কোচ দিদিয়ে দেশম। ফাইনালে তার জায়গায় খেলতে পারেন মোনাকোর মিডফিল্ডার অহেলিয়া শুমেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনার আঘাত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ