Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের বিরুদ্ধে কিশোরী ধর্ষণ মামলার শুনানি শুরু হচ্ছে

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর নিউ ইয়র্কের একটি আদালতে এ শুনানির দিন ধার্য করেছেন বিচারক। অভিযোগে বলা হয়েছে, ১৯৯৪ সালে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছেন ট্রাম্প। এতে টিফানি ডো নামে এক প্রত্যক্ষদর্শীকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। সাক্ষী টিফানি বলেছেন, তিনি দেখেছেন জোন ডো নামের কিশোরীকে ট্রাম্প এবং কোটিপতি জেফ্রি এপস্টেইন একাধিকবার ধর্ষণ করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, এপস্টেইন এক অজ্ঞাত নারীকে ভাড়া করেন তার পার্টিতে কিশোরীদের নিয়ে আসার জন্য। ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করে আসছেন। ট্রাম্প এ অভিযোগকে ঢাহা মিথ্যা বলে উল্লেখ করেছেন। তার আইনজীবী অ্যালানা গার্টেন জানান, জনপ্রিয়তা পাওয়ার জন্যই তার মক্কেলের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করা হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পের বিরুদ্ধে কিশোরী ধর্ষণ মামলার শুনানি শুরু হচ্ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ