Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাহনীর কষ্টের জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ৯:২০ পিএম

ঘরোয়া হকিতে সাড়ে তিন বছর পর মোহামেডান-আবাহনী দ্বৈরথ দেখলেন সমর্থকরা। যে দ্বৈরথে কষ্টের জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। শনিবার সন্ধ্যায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মৌসুমসূচক টুর্নামেন্ট ক্লাব কাপে আবাহনী ১-০ গোলে হারায় মোহামেডানকে। যদিও ম্যাচের ৫৯ মিনিট পর্যৗল্প খেলা ছিল গোলশূন্য। কিন্তু শেষ মিনিটে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী হলুদ শিবির। চিরপ্রতিদ্বন্দ্বি দুই দলের লড়াই। তাই উত্তেজনা ছিল দেখার মতো। তৃতীয় কোয়ার্টারে মাঠে নামার পর একটি পেনাল্টি কর্ণার (পিসি) পায় মোহামেডান। এ নিয়ে আম্পায়ারের সঙ্গে বাকবিত-ায় মাতেন আবাহনীর খেলোয়াড়রা। ফলে খেলা বন্ধ থাকে ১৫ মিনিট। ম্যাচের শেষ দিকে এসে আবাহনীর খোরশেদের স্টিকে মুখে আঘাত পান মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ফের উত্তেজনা ছড়িয়ে পরে টার্ফে। পরে অবশ্য মাঠ ছেড়ে যান জিমি। এই সুযোগে গোল করে আবাহনীকে জেতান পুষ্কর ক্ষিসা মিমো। শেষ মিনিটে ডান প্রান্ত দিয়ে মাহবুব হোসেনের স্কয়ার পাসে দুর্দান্ত এক শটে গোল করেন মিমো (১-০)। গোলের পরেই ম্যাচ শেষের ভেপু বেজে উঠে। এর আগে একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করে অ্যাজাক্স এসসি এবং পুলিশ ক্লাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ