মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ সুদানে বিদ্রোহীদের হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সেন্ট্রাল ইকুয়েটরিয়াল রাজ্যে ট্রাকে করে যাওয়ার সময় এ হামলা চালানো হয়। গত সোমবার দেশটিতে কর্মরত জাতিসংঘ মিশন ও সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দুই বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে চলতি বছরের প্রথম দিকে প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের বাহিনী শান্তি সমঝোতায় পৌঁছায়। কিন্তু গত জুলাইয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে কির ও মাচারের বাহিনী। দক্ষিণ সুদানের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুই পক্ষের এই সংঘর্ষ দেশকে আবারও গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। দক্ষিণ সুদানের সরকারের পক্ষ থেকে গত সোমবার বলা হয়েছে, শনিবার ২১ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া বিদ্রোহী বন্দুকধারীদের অতর্কিত হামলায় ২০ জন আহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা জ্যাকব লেম চ্যান জানান, চারটি ট্রাকের ওপর হামলা চালানো হয়েছে। এগুলোর মধ্যে একটি ট্রাকে আগুন লেগে গেলে ভেতরে থাকা আরোহীরা দগ্ধ হয়ে মারা যায়। তবে রিক মাচারের দল এসপিএলএম-আইও সরকারের এ অভিযোগ অস্বীকার করেছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।