মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ক্যাসিনো ট্রাম্প তাজমহল বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় সময় গত সোমবার সকাল ৬টার কিছু আগে এটি বন্ধ করে দেয়া হয়। এর আগে সর্বশেষ গত রোববার ক্যাসিনোটিতে প্রবেশ করেন দর্শনার্থীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম। লোকসানের মুখে বাধ্য হয়েই ক্যাসিনোটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার বন্ধু ও এই ক্যাসিনোর আরেক মালিক কার্ল ইচান। শেষদিকে মূলত কার্ল ইচান’ই ক্যাসিনোটি পরিচালনা করতেন। গত সোমবার এক বিবৃতিতে কার্ল ইচান বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও প্রতিষ্ঠানটিতে অব্যাহত লোকসান গুনতে হয়েছে। গত কয়েক বছরে আমাদের লোকসানের পরিমাণ প্রায় ৩৫০ মিলিয়ন ডলার। ফলে এ তাজমহলটি রক্ষায় আমাদের আর সক্ষমতা ছিল না। ১৯৯০ সালে ভারতের আগ্রার তাজমহলের অনুকরণে ট্রাম্প তাজমহল তৈরি করেন ডোনাল্ড ট্রাম্প। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।