Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সিনেমায় রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক করলেন অনিমা রায়

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

রবীন্দ্রসঙ্গীতশিল্পী অণিমা রায় বরাবরই শুদ্ধ সঙ্গীতচর্চায় নিজেকে নিয়োজিত রাখেন। রবীন্দ্রসঙ্গীতের প্রতি শ্রদ্ধা, ভালোলাগা, ভালোবাসা থেকেই রবীন্দ্রসঙ্গীতের একজন নিবেদিত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন মাধ্যমে তিনি রবীন্দ্রসঙ্গীতই বেশি গেয়ে থাকেন। এবার তিনি একটি চলচ্চিত্রের প্লেব্যাকে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। আব্দুস সামাদ খোকনের পরিচালনাধীন সরকারী অনুদানের সিনেমা শ্রাবন জ্যোৎস্নায় একসঙ্গে ৩টি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্না’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমায় রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক করা নিয়ে অণিমা রায় বলেন, ‘শ্রাবণ জ্যোৎস্না সিনেমার পরিচালক শ্রদ্ধেয় আব্দুস সামাদ খোকনের রবীন্দ্রনাথের প্রতি অগাধ ভালোবাসা আছে বলেই আমাকে দিয়ে কয়েকটি রবীন্দ্র সঙ্গীত গাইয়েছেন। গানগুলো গাওয়ার আগে আমার সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছেন। সিনেমাটিতে গল্পেরই প্রয়োজনে রবীন্দ্র নাথের গানের অসাধারণ প্রয়োগ হতে যাচ্ছে এবং বাংলাদেশের সিনেমায় সম্ভবত এভাবে এই প্রথম রবীন্দ্র সঙ্গীতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সিনেমায় ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, লালন ফকিরের গানও ব্যবহার করা হচ্ছে। মিল্টন খন্দকারের সঙ্গীত পরিচালনায় যারা যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন, তারাও একনিষ্ঠভাবে নিজ নিজ কাজটুকু করেছেন। উল্লেখ্য, অণিমা রায় প্রথম ‘লিডার’ সিনেমায় গান গেয়েছিলেন। পরবর্তীতে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘আমি কমলা’ ও অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন। প্রত্যেকটি সিনেমাতেই তিনি রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ