প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্রিজবেন ও ক্যানবেরায় দুই সফল কনসার্ট শেষ করে দেশে ফিরেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়। এটিএন ক্যানবেরার আয়োজনে দুটি শহরে গান গেয়ে মুগ্ধ করেছেন দর্শক-শ্রোতাদের। দীর্ঘ প্রায় ২ দশক ধরে রবীন্দ্রসঙ্গীতের সাধনায় রয়েছেন শিল্পী অণিমা রায়। ইতোমধ্যে দেশের পাশাপাশি ভারত, সিঙ্গাপুরে গান গেয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। ব্রীজবেনে ডাক্তারদের একটি এসোসিয়েশনের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সোসাইটি অব বাংলাদেশি ডক্টরস কুইন্সল্যান্ড এই অনুষ্ঠানের আয়োজন করে। অস্ট্রেলিয়া সফল প্রসঙ্গে বাসীর অণিমা রায় বলেন, দেশের বাইরে গান গাওয়ার আনন্দ একেবারেই আলাদা। কারণ প্রবাসীরা বাংলা গান সরাসরি শিল্পীর কণ্ঠে শোনার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেন। গানের মধ্যে যদি রবীন্দ্রসঙ্গীত হয়, তবে তা তাদের কাছে এক অন্যরকম ব্যঞ্জনা সৃষ্টি করে। প্রত্যেক শিল্পীই চান তার সামনের অডিয়েন্স যেন শিল্পীর গানের সাথে একত্ম হতে পারে। সেই বিষয়টা ছিল ব্রীজবেন এবং ক্যানবেরার অনুষ্ঠানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।