মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ-শাসিত ভারতের এক রাজ্যের কোষাগার থেকে পাওয়া একজোড়া দুর্লভ হীরা ও পান্নাখচিত চশমা লন্ডনে চলতি মাসের শেষের দিকে নিলামে তোলা হবে।
আন্তর্জাতিক নিলাম সংস্থা সোথবিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মুঘল আমলের শেষের দিককার সময়ে তৈরি ফ্রেমে লেন্সগুলো স্থাপন করা হয়েছিল।
সংস্থাটি জানিয়েছে, নিলামে চশমাগুলোর প্রাথমিক মূল্য চাওয়া হবে ২০ লাখ থেকে ৩৪ লাখ ডলার।
মধ্যপ্রাচ্য ও ভারতীয় অঞ্চলের সোথবিসের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস গণমাধ্যমকে বলেন, ‘প্রস্তুতকারীর প্রযুক্তিগত দক্ষতা, কারুকাজের প্রতিভা ও এমন ফ্যাশন আগে কখনো দেখা যায়নি।’
এই চশমা জোড়া কারা ব্যবহার করতেন তা সঠিকভাবে জানা না গেলেও এগুলো সম্ভবত মুঘল রাজবংশের প্রভাবশালী কেউ ব্যবহার করতেন। এই রাজবংশ ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল এবং সমৃদ্ধ শৈল্পিক ও স্থাপত্যের জন্য সুপরিচিত ছিল। সূত্র : বিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।