Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্লভ ২ চশমা নিলামে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

ব্রিটিশ-শাসিত ভারতের এক রাজ্যের কোষাগার থেকে পাওয়া একজোড়া দুর্লভ হীরা ও পান্নাখচিত চশমা লন্ডনে চলতি মাসের শেষের দিকে নিলামে তোলা হবে।
আন্তর্জাতিক নিলাম সংস্থা সোথবিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মুঘল আমলের শেষের দিককার সময়ে তৈরি ফ্রেমে লেন্সগুলো স্থাপন করা হয়েছিল।

সংস্থাটি জানিয়েছে, নিলামে চশমাগুলোর প্রাথমিক মূল্য চাওয়া হবে ২০ লাখ থেকে ৩৪ লাখ ডলার।
মধ্যপ্রাচ্য ও ভারতীয় অঞ্চলের সোথবিসের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস গণমাধ্যমকে বলেন, ‘প্রস্তুতকারীর প্রযুক্তিগত দক্ষতা, কারুকাজের প্রতিভা ও এমন ফ্যাশন আগে কখনো দেখা যায়নি।’
এই চশমা জোড়া কারা ব্যবহার করতেন তা সঠিকভাবে জানা না গেলেও এগুলো সম্ভবত মুঘল রাজবংশের প্রভাবশালী কেউ ব্যবহার করতেন। এই রাজবংশ ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল এবং সমৃদ্ধ শৈল্পিক ও স্থাপত্যের জন্য সুপরিচিত ছিল। সূত্র : বিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চশমা নিলাম

৯ অক্টোবর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ