Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ মাসের মাথায় ইসিবি ছাড়লেন ওয়াটমোর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

পাঁচ বছরের চুক্তিতে গত বছর (২০২০) ডিসেম্বর মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া ইয়ান ওয়াটমোর মাত্র ১০ মাসেই ইসিবির সাথে সম্পর্ক ছিন্ন করলেন।

২০২০ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ইসিবির চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছিলেন ওয়াটমোর। ইসিবির সাথে তার চুক্তি ছিল পাঁচ বছরের, অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু বছর না ঘুরতেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ওয়াটমোর। ক্রিকেটের প্রতি ভালোবাসা ও নিজের প্রতি চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি, ‘দুঃখের সাথে জানাচ্ছি যে আমি ইসিবি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। কিন্তু আমি এ সিদ্ধান্ত নিচ্ছি সম্প‚র্ণ ভেবেচিন্তে, আমার নিজের ভালো থাকা ও খেলাটির প্রতি ভালোবাসার জন্যই। মহামারীর কারণে আমার ভ‚মিকা ও আমার কাছ থেকে চাহিদায় নাটকীয় পরিবর্তন এসেছে, যা আমাদের সকলের ভাবনার চেয়ে ভিন্ন। আর এই বিষয়টি ব্যক্তিগতভাবে আমার উপর অনেক চাপ ফেলেছে।’
ওয়াটমোর আরও জানান, ইসিবির সাথে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘বোর্ড ও আমি সম্মিলতভাবে সিদ্ধান্ত নিয়েছি, অন্য কোনও চেয়ারম্যানের অধীনেই মহামারীর পরে বোর্ড ভালোভাবে চলবে। এখনই চলে যাচ্ছি তাহলে মৌসুম শেষে বোর্ড সময় পাবে নতুন চেয়ারম্যানকে খুঁজে বের করা... , যিনি ২০২২ মৌসুম ও পরবর্তীতে সব ধরনের চ্যালেঞ্জ সামলে দেশের ক্রিকেটকে সহায়তা করে যেতে পারবেন।’
ওয়াটমোরের পদত্যাগের ফলে অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি চেয়ারম্যান ব্যারি ও’ব্রায়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াটমোর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ