বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভালুকা-শ্রীপুরের সীমান্ত এলাকা থেকে গালা কাটা অবস্থায় রিয়াজ উদ্দিন(৪৫) নামে এক অটো চালককে ভালুকা মডেল থানা পুলিশ বুধবার রাত ২টায় উদ্ধার করেছে। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভালুকা মডেল থানা পুলিশ সূত্রে জানাযায়, শ্রীপুর উপজেলার হাজীরচালা এলাকার বাসিন্দা আব্দুল বাতেনের ছেলে অটো রিক্সাচালক রিয়াজ উদ্দিনকে বাড়ির পাশ থেকে যাত্রী বেশে কয়েকজন দুর্বৃত্ত ভাড়ায় চুক্তি করে রাত ১২টার সময় জয়নাবাজার উদ্দেশ্যে রওনা দেয়। আবদারের সিপির গেইট পার হওয়ার পর ফাঁকা জায়গায় দুর্বৃত্তরা দাঁড়ালো অস্ত্র দিয়ে অটো রিক্সা চালক রিয়াজ উদ্দিনের মুখ-গলায় আঘাত করে। এ সময় সিপি কোম্পানির নৈশ প্রহরীরা ডাক চিৎকার শোনে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা অটোরিক্সা ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ গলাকাটা অবস্থায় রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা.আবু সাঈদ জানান, শ্বাসনালী কাটা অবস্থায় পুলিশ একব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। শ্বাসনালী কাটা থাকায় আশঙ্কা জনক অবস্থায় ওই ব্যক্তিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, রাতের বেলা আমাদের থানায় খবর আসে গলাকাটা এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে রয়েছে। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি যেহেতু শ্রীপুর উপজেলায় মামলাটি শ্রীপুর থানা পুলিশ তদন্ত করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।