মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক পদে পরিবর্তন এনেছে দেশটির সরকার। লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে নিয়োগ দেয়ার আগে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ। গতকাল বুধবার (৬ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব বলা হয়।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সেনাপ্রধানের পরামর্শ মেনেই আইএসআইয়ের প্রধান পদে নিয়োগ দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া বিদায়ী আইএসআইয়ের প্রধান ফাইজ হামিদকে পাকিস্তান সেনাবাহিনীর পেশওয়ার কোরের কমান্ডার পদে নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, আইএসআই-এর বিদায়ী প্রধান ফাইজ হামিদকে সে দেশের সেনাবাহিনীর পেশওয়ার কোরের কমান্ডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ফাইজ হামিদকে ২০১৯ সালের ১৬ জুন আইএসআই প্রধানের পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার আগে তিনি গোয়েন্দা আইএসআই-এর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন।
জানা গেছে, বর্তমান আইএসআই প্রধান নাদিম আহমেদ আনজুম এর আগে করাচি কোরের কমান্ডার ছিলেন। সূত্র: ডন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।