Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্বিনকে ছাপিয়ে বিজয় ‘কান্ড’

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ভারত সফরে আবারো ‘আশ্বিন’ ধন্দে পড়েছে নিউজ্যিলান্ড। কোন ভাবেই তারা তার স্পিনের পাঠোদ্ধার করতে পারছে না। রান আউট দুটি হিসাবে নিলে ইন্দোর টেস্টে গতকাল আশ্বিন একাই সাজঘরে পাঠিয়েছেন আট কিউই ব্যাটসম্যানকে। ১১৮ রানের উদ্বোধনী জুটির পরও সফরকারীরাও গুটিয়ে গেছে তিনশ ছোঁয়ার আগেই, ২৯৯ রানে। যেখানে ৮১ রানে ৬ উইকেট রভিচন্দ্রন আশ্বিনের। ২৫৮ রানের লিগ পাওয়া সত্তে¡ও বোলারদের বিশ্রাম দিতে আবারো ব্যাটে নেমেছে বিরাট কোহলিরা। তৃতীয় দিনের শেষ বিকেলে ৬ ওভার ব্যাট করে লিডটা বাড়িয়ে তারা করেছেন ২৭৬।
কাল অবশ্য কোন উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। তবে ঘাড়ে চোট নিয়ে অবসরে গেছেন প্রায় দুই বছর পর দলে ফেরা গৌতম গাম্ভির। আঘাতটা পেয়েছিলেন ফিল্ডিংয়ের সময়। ডাবল রান সেভ করতে গিয়ে লাফিয়ে পড়েছিলেন খুবই বিশ্রীভাবে। পরে মাঠ ছাড়েন কাঁধে হাত রেখে। এদিন ঘুরেফিরে আসছে কোহলিদের খেলোয়াড়ি মানসিকতার বিষয়টাও। পিচের ওপর হাটাহাটি না করতে অফিসিয়ালি সাবধান করা হয় মুরালি বিজয়কে। প্রথম ইনিংসে রবিন্দ্র জাদেজাকে ম্যাচ ফি’র অর্ধেক ও নিউজিল্যান্ডের পক্ষে ৫ রান জরিমানা করার পরও একই কাজ করলেন বিজয়।
আগের দিন কোন উইকেট না হারিয়ে ১৮ রান গাপটিল ও লাথাম (৫৩) এদিনও শুরুটা করেছিলেন বেশ। লাঞ্চের ঠিক আগ মুহূর্ত পর্যন্তও সব ঠিকঠাকই ছিল। এরপরই আসে একের পর এক ‘আশ্বিন’ আঘাত। শুরুটা হয় আশ্বিনেরই থ্রোতে লাথামকে (৭২) রান আউটের ধন্দে ফেলে। তবুও লাঞ্চের আগে ১ উইকেটে ১২৫ রান তো মন্দ নয়। কিন্তু ড্রিঙ্কস ব্রেকের সময় স্কোরবোর্ড হয়ে গেল ৫ উইকেটে ১৫৯, সবগুলোই আশ্বিনের শিকার। এই ধকল আর কাটিয়ে উঠতে পারেনি উইলিয়ামসন বাহিনী। কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন জেমস নিশাম (৭১)। তাকেও ফেরান আশ্বিন। মাত্র ৩৮ ম্যাচের ক্যারিয়ারে বিংশতম বরের মত ৫ উইকেট নিলেন ৩০ বছর বয়সী এই অফস্পিনার। তিন ম্যাচ সিরিজে ধবলধোলাই এড়াতে এখন অতিদানবীয় কিছুই করতে হবে বø্যাক ক্যাপ বাহিনীকে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত : ৫৫৭/৫ (ডিক্লে.) ও ১৮/০ (বিজয় ১১*, গম্ভির ৬ (রিটায়ার্ড হার্ট), পুজারা ১*)।
নিউ জিল্যান্ড : ২৯৯ (গাপটিল ৭২, ল্যাথাম ৫৩, নিশাম ৭১; অশ্বিন ৬/৮১, জাদেজা ২/৮০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশ্বিনকে ছাপিয়ে বিজয় ‘কান্ড’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ