পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় তিন আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত আসামি জিয়াউর রহমান, আব্দুস সালাম ও মো. ইলিয়াসকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তার ৫ জনকেই ৩ দিন করে রিমান্ড দেওয়া হল। গতকাল বুধবার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ৩ জনকে আদালতে হাজির করে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের বিষয়ে ধারণা পেয়েছি। ধৃতদের জবানবন্দিতে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী অপরাধীদের আইনের আওতায় আনার আপ্রাণ চেষ্টা চলছে। মামলাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা নিবীড় জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার নেপথ্যে কোনো সংগঠন কিংবা ব্যক্তির সংশ্লিষ্টতা আছে কিনা, থাকলে কার ভূমিকা কী, তা জানতে আমরা নিরবচ্ছিন্নভাবে তদন্ত করে যাচ্ছি। ইতোমধ্যে তাদের কাছ থেকে পাওয়া তথ্য নোট করছি, সেগুলো বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই-বাছাই করছি। জিজ্ঞাসাবাদে আসামিরা আর যে যে অপরাধীর নাম বলছেন, তাদেরও শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।
এ ঘটনায় গত রোববার ৩ অক্টোবর এ ঘটনার ২ আসামি মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম (৩৩) ও শওকত উল্লাহকে (২৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।