Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পশ্চিমা দাম্ভিকতা’র শিকার পাকিস্তান

সফর বাতিলে ইংল্যান্ডের সমালোচনায় হোল্ডিং

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের ঘটনা এখন বেশ পুরনো। তবে রেশ যেন কিছুতেই কাটছেই না। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ সিরিজটি বাতিলের বিষয়টি পাকিস্তান তো বটেই ঠিকভাবে দেখছেন না অনেকেই। ক্যারিবিয়ান সাবেক পেসার মাইকেল হোল্ডিং পুরো বিষয়টিকে দেখছেন ‘পশ্চিমা দাম্ভিকতা’ হিসেবে। সদ্যই ধারাভাষ্যকে বিদায় বলা এই কিংবদন্তি সফর বাতিলের বিষয়টিকে দেখছেন ইংলিশদের একধরনের স্বেচ্ছাচারিতার কারণ হিসেবে। ক্রিকেট ইস্যুতে খোলামেলা কথা বলা সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেট রাইটার্স ক্লাব পিটার স্মিথ পুরস্কার পাওয়ার পর ইংলিশদের ক্রিকেট বোর্ডের (ইসিবি) দিকে এসব অভিযোগ তোলেন। তিনি মনে করেন সফর বাতিলের পর ইংলিশদের বিবৃতি বøাক লাইভস ম্যাটার আন্দোলনের মত বৃটিশদের একটি লুকানো আবর্জনা।
ইংলিশদের ক্রিকেট বোর্ড নিরাপত্তার ইস্যু না দেখিয়ে খেলোয়াড়দের মানসিক অবস্থার কথা বিবেচনা করে পাকিস্তান সফর বাতিল করেন। তবে নিউজিল্যান্ডের সিরিজ বাতিলের তিনদিনের মাথায় তাদের এমন ঘোষণাকে খুব একটা ভালোভাবে নেয়নি পাকিস্তান। যদিও পাকিস্তানের যাওয়ার আশ্বাস দিয়ে একটি বিবৃতি দিয়ে রেখেছে তারা। সেটিকেও ভালোভাবে নেননি মাইকেল হোল্ডিং। ইংলিশদের পাকিস্তান সফর বাতিলকে পশ্চিমা দাম্ভিকতা হিসেবে উল্লেখ করে তিনি ইসিবির বিবৃতিকে দেখছেন আইওয়াশ হিসেবে, ‘এই সব বিবৃতির কোন মানে হয় না। কেউ সামনে এসে আপনার মুখোমুখি হতে চায় না। কারণ ওরা জানে, যা করছে সেটা ভুল। সেই কারণেই বিবৃতির পিছনে নিজেদের মুখ লুকাচ্ছে। এই ঘটনা আবারও পশ্চিমী ঔদ্ধত্যকে তুলে ধরে, যার সারবস্তু হল, তুমি যাই ভাব না কেন, আমি তোমার সঙ্গে আমার যেমন ইচ্ছা, ঠিক সেইরকম ব্যবহারই করব।’
পাকিস্তানও ফুসছে সফর বাতিলের ঘটনায়। তারা ইতোমধ্যে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে বিশ্বকাপে ক্রিকেট যুদ্ধের আভাস দিয়েও রেখেছে। এমনকি কড়া ঘোষণা দিয়ে রেখেছে পাকিস্তানের সঙ্গে খেলতে হলে এখন থেকে পাকিস্তানেই যেতে হবে দলগুলোকে। হোল্ডিং মনে করেন পাকিস্তানের জায়গায় নামটা ভারত হলে কখনই সফর বাতিল করতে পারত না ইংল্যান্ড। ‘মাত্র চারদিনের পাকিস্তান সফর? আমি এটা নিশ্চিত করে বলতে পারি, তারা একই কাজ কখনই ভারতের সঙ্গে করতে পারতো না। কারণ ভারত শক্তিশালী এবং ধোনী।’
শুধু কোনো দলকেই নয়, হোল্ডিং সমালোচনার কীরে বিদ্ধ করেছেন ক্রিকেটের নিংন্ত্রক সংস্থাকেও। দরাজ কণ্ঠের এই ধারাভাষ্যকার মনে করেন বর্তমানে আইসিসি খেলাকে নিয়ন্ত্রণ করে ছেড়ে দিয়েছে। তাদের এখন লক্ষ্য কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করে শুধুমাত্র অর্থ উপার্জন করা। পাশাপাশি আঙ্গুল তুলে সংস্থাটির বিশেষজ্ঞের দিকেও, ‘আমার বর্তমান অবস্থাসব ক্রিকেটের দৌলতেই। তবে বর্তমানে যারা এই খেলা পরিচালনা করে তাদের নিয়ে একেবারেই হতাশ। সত্যি বলতে আমি চলে যাওয়ার পর এই খেলা একটুও মিস করব না।’
ক্যারিবিয়ানদের হয়ে ১৯৭৫ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় হোল্ডিংয়ের। সবশেষ ম্যাচ খেলেন ১৯৮৭ সালের ফেব্রæয়ারিতে। ক্যারিবিয়ান এই পেসার ৬০ টেস্টে ১১৩ ইনিংসে ২৪৯ উেইকেট শিকার করেছেন। ওয়ানডে ক্রিকেটে ১০২ ম্যাচে তার উইকেট ১৪২টি। ব্যাট হাতেও দারুণ কিছু ইনিংস উপহার দিয়েছেন ডানহাতি এই পেসার। কিছুদিন আগেই দীর্ঘ প্রায় চার দশকের বর্ণিল ধারাভাষ্যকারের ক্যারিয়ারেও ইতি টেনেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। তবে যখনই ক্রিকেটের অস্তিত্বের প্রশ্ন সামনে আসে, এভাবেই প্রকাশ্যে আসেন নির্ভিক সমালোচকের ভুমিকায়।

 



 

Show all comments
  • Md Nadim Hossain ৭ অক্টোবর, ২০২১, ৩:৩৯ এএম says : 0
    বর্তমান ক্রিকেটকে নষ্ট করার মূলে নিঃসন্দেহে আইপিএল। এই আইপিএল ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি কমিটমেন্ট নষ্ট করে ফেলেছে। তবে এটাও সত্য যে একথা অন্তত রমিজ সাহেবের মুখে মানায় না। কারণ পাকিস্তানি প্লেয়ারদের আইপিএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকা সও্বেও এই ভদ্রলোক বছরের পর বছর সেখানে আইপিএলে কমেন্ট্রি করতে গিয়েছেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আইপিএলের প্রতিটি ম্যাচ বিশ্লেষণ করে ভিডিও তৈরী করেছেন। এখন পিসিবির দ্বায়িত্ব পাওয়ার পর ৩৬০ ডিগ্রী পল্টি নিয়েছেন। হিপোক্রেসি এট ইটস বেস্ট।
    Total Reply(0) Reply
  • Shamim Hussain ৭ অক্টোবর, ২০২১, ৩:৩৯ এএম says : 0
    আইপিএল বন্ধ করা হউক ক্রিকেট কে টিকিয়ে রাখতে হলে
    Total Reply(0) Reply
  • Mohedul Islam ৭ অক্টোবর, ২০২১, ৩:৩৯ এএম says : 0
    বর্তমানে ক্রিকেট খেলার সৌন্দর্য নস্ট করছে ভারত।
    Total Reply(0) Reply
  • মেহেদী হাসান সরদার ৭ অক্টোবর, ২০২১, ৩:৪০ এএম says : 0
    রাইট সব নষটের মুলেই আইপিএল আইপিএল নিশিদ্দ করা হোক
    Total Reply(0) Reply
  • Duronto Nazmul ৭ অক্টোবর, ২০২১, ৩:৪০ এএম says : 0
    পৃথিবীতে দুইটা খারাপ দেশ, একটা ইজরায়েল আর একটা ভারত, এই হারামি ভারত কারও ভালো চায়নি কোনদিন
    Total Reply(0) Reply
  • মোঃ ফয়সাল হোসেন খান ৭ অক্টোবর, ২০২১, ৩:৪১ এএম says : 0
    নিউজিল্যান্ডের তারাতারি হুমকির বিষয়টা যানানো উচিৎ ছিলো। তারা যা করলো সত্যি এটা একটা অপমানজনক কাজ যা বলা যায় না সহাও যায় না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ