মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, লেবানন ও তার জনগণকে রক্ষা করা এবং মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার জন্য বৈধ সমস্ত পদক্ষেপ নেয়ার অধিকার তাদের রয়েছে।
হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম গতকাল (মঙ্গলবার) রাজধানী বৈরুতে মুসলিম বিশেষজ্ঞদের এক সমাবেশে একথা বলেছেন। তিনি বলেন, “আমরা যেহেতু মুক্তি ও স্বাধীনতার জন্য লড়াই করছি সে কারণে ইতিবাচক ফলাফল আনার ক্ষেত্রে সমস্ত বৈধ উপায় ব্যবহারের অধিকার আমাদের রয়েছে।”
শেখ নাঈম কাসেম বলেন, “আমরা এমন কোনো নির্দেশনা মেনে নেব না যা মধ্যপ্রাচ্যে ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করে এবং আমাদের স্বাধীনতা ও মুক্তিকে ক্ষতিগ্রস্ত করে। বরং আমাদের লড়াই হচ্ছে দখলদারিত্বের বিরুদ্ধে।”
হিজবুল্লাহর উপ মহাসচিব আরো বলেন, “আমাদের বিরুদ্ধে কেউ শত্রুতা করলে তা বিনা জবাবে পার পাওয়ারও সুযোগ আমরা দেবো না। এমন ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে অবশ্যই সামরিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক পর্যায়ে শক্ত হব ও প্রস্তুত থাকবো।”
লেবাননের নতুন সরকার গঠন ও ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল আমদানির প্রশংসা করে শেখ নাঈম কাসেম বলেন, এ দুটি বিষয় সংকটে জর্জরিত লেবাননের জনগণ ও হিজবুল্লাহর জন্য বড় অর্জন।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।