Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপদেই চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-ইংল্যান্ড

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল তার প্রধান কারণ হলো নিরাপত্তা। নিরাপত্তার পরীক্ষায় ঢাকায় শতভাগ নম্বর পাওয়ায় সফরকারী ইংল্যান্ড দল ঢাকায় এসে দু’টি ওয়ানডে ম্যাচ ও একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এবার চট্টগ্রামের পালা। গতকাল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা দিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলকে বিমানবন্দর থেকে আবাসস্থল হোটেল রেডিসন বøুতে নিয়ে আসা হয়। একই নিরাপত্তার ভেতরে বাংলাদেশ দলও হোটেল রেডিসনে পৌঁছে।
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ উপলক্ষে গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র ও বিসিবি সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দীন। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মমিনুর রশিদ আমিন, জেলা প্রশাসক শামসুল আরেফীন, চসিক প্রধান নির্বাহী কাজী মো. শফিউল আলম, বিসিবি মিডিয়া কমিটির সদস্য সচিব আলী আব্বাস, প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার। সভায় ইংল্যান্ড সফর উপলক্ষ্যে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা ও বিভাগীয় প্রশাসন, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই, পিডিবি, ওয়াসা, ফায়ার সার্ভিস, বিটিসিএল, এয়ারপোর্ট কর্তৃপক্ষ, রেডিসন বøু হোটেল, কাস্টমস একাডেমী, সিসিএল, সিজেকেএস, বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপদেই চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-ইংল্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ