Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

কুষ্টিয়া পৌরসভার ২০নং ওয়ার্ডের জগতি কৃষক পাড়ার ৫০ ঊর্ধ্ব এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বাপ্পি একই এলাকার মন্ডলপাড়া গুচ্ছ গ্রামের ফরিদ আলী মন্ডল এর ছেলে । এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার লম্পট বাপ্পি পঞ্চাশোর্ধ বাকপ্রতিবন্ধী নারীর বাসায় গিয়ে ধর্ষণ করে। এলাকাবাসী আরো জানায়, বাপ্পি এর আগেও এলাকার এমন আরো দুইটি ঘটনা ঘটিয়েছে। এদিকে বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ৭নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পারভীন হাসান বলেন, বাপ্পি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে এর আগেও এলাকার মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ আছে। এই বিষয়ে ওই মহিলার ভাই বাদী হয়ে গতকাল কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেছেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম জানান, এই বিষয়ে মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আমরা আসামিকে গ্রেফতার করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ