নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনায় ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফে গড়াচ্ছে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। মৌসুমসূচক এই টুর্নামেন্টে খেলছে প্রিমিয়ার লিগের ৮টি ক্লাব। তারা দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।
দলগুলো হলো- ‘এ’ গ্রুপে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, অ্যাজাক্স এসসি ও পুলিশ এসসি এবং ‘বি’ গ্রুপে খেলবে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সোনালী ব্যাংক এসসি, আজাদ এসসি ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
উদ্বোধনী দিনই মাঠে নামছে ঐতিহ্যবাহী দু’দল মোহামেডান ও আবাহনী। বৃহস্পতিবার দুপুর ২টায় মোহামেডান লড়বে অ্যাজাক্স এসসি এবং বিকাল ৪টায় আবাহনী খেলবে পুলিশের বিপক্ষে। সোশ্যাল ইসলামী ব্যাংক ক্লাব কাপ হকির সেমিফাইনাল ১৪ অক্টোবর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহফের লিগ কমিটির চেয়ারম্যান ও ডিসি মতিঝিল আবদুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বাহফের সহ-সভাপতি জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও কোষাধ্যক্ষ হাজী মো. হুমায়ুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।