Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত্যু নেই সিলেটে, শনাক্ত ১১ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৩:১৯ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু নেই সিলেটে। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১১ জনের সিলেট বিভাগে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৬৫৬ জন। আর এ সময়ে নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি সিলেটে। বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৬৭।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৯৫৭ টি। এর মধ্যে ১১ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ১১ জনের মধ্যে ৮ জন সিলেটের বাসিন্দা। এছাড়া ২জন সুনামগঞ্জের ও মৌলভীবাজারের একজন। বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৬৫৬ জনের মধ্যে সিলেট ৩৩ হাজার ৬৬৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৪ জন ও ৮ হাজার ১১২ জন রয়েছেন
মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১২ জনই সিলেটের বাসিন্দা, ১৫ জন সুনামগঞ্জের, ১০ জন হবিগঞ্জের ও ১০ জন রয়েছেনমৌলভীবাজারের। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৬৭ জন। এর মধ্যে সিলেট সর্বোচ্চ ৯৭৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং ৭২ জন মারা গেছেন মৌলভীবাজার।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট বিভাগে। এনিয়ে ১০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বিভাগের বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে সিলেট বিভিন্ন হাসপাতালে ১০১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬ জন, হবিগঞ্জে এক ও হাসপাতালে একজন মৌলভীবাজারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ