নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামীকাল থেকে শুরু হচ্ছে মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ। প্রিমিয়ারে ৮টি দলে ৪০জন এবং প্রথম বিভাগে ৩৪টি দলে ১৬৮ জনসহ সর্বমোট ২০৮ জন দাবাড়– অংশ নিচ্ছে। প্রিমিয়ারে ৭ রাউন্ড রবীন লিগে এবং প্রথম বিভাগের খেলা সুইস লিগ পদ্ধতিতে ৭ রাউন্ডে অনুষ্ঠিত হবে। এ লিগের স্পন্সর হচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিজেকেএস দাবা সেক্রেটারী তনিমা পারভীন। এসময় উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দীন শামীম। চট্টগ্রামে লিগ হলেও মানসম্মত দাবাড়– তৈরী না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতি মৌসুমে চট্টগ্রামে কয়েকটি দাবা টুর্ণামেন্ট হয়ে থাকে। অথচ সৃষ্টি হচ্ছে না কোন দাবা খেলোয়াড়। এটি বড় লজ্জার কথা। আমি চট্টগ্রামের সন্তান। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। অথচ এখান থেকে ভালো মানের কোন দাবাড়– সৃষ্টি হচ্ছে না। যারা জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারবে। তাই নাম মাত্র খেলা না চালিয়ে দাবাড়– সৃষ্টিতে মনোনিবেশ করার জন্য সিজেকেএস দাবা সংগঠকদের প্রতি আহবান জানাচ্ছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।