Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বোর্ড কর্মকর্তাদের রমিজ রাজার প্রচ্ছন্ন হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড় কর্মকর্তাদের অস্বস্তিতে ফেলে দিয়েছেন রমিজ রাজা। দায়িত্ব নেওয়ার পর প্রচ্ছন্ন হলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে যারা বেশি বেতনভুক্ত, পদের যোগ্যতা প্রমাণে তাদের কাজ করতে বলেছেন পিসিবির নতুন চেয়ারম্যান।

বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড পাকিস্তান। তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পরই অবস্থান তাদের। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতির কথা শুনলে অবশ্য অন্য কিছু মনে হতে বাধ্য। স¤প্রতি বোর্ডের পরিচালক, কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণির কর্মীদের নিয়ে এক বৈঠকে বসেন রমিজ। সেখানে বোর্ডের অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও সাশ্রয়ী হতে জোর দিয়ে বলেছেন, ‘আমাদের সবাইকে কাজ করে নিজেদের চাকরি যে ন্যায্য, সেটা প্রমাণ করতে হবে।’
এক প্রতিবেদন অনুযায়ী রমিজ রাজা বলেছেন, খরচ কমানোর নানা ব্যবস্থা প্রধানমন্ত্রী ইমরান খানের কাছ থেকে শিখে এসেছেন। প্রধানমন্ত্রীর দপ্তরে কীভাবে খরচ কমিয়েছেন, সেটা রমিজের কাছে খুলে বলেছেন ইমরান।
পিসিবি সভাপতি নাকি বলেছেন, ‘বোর্ডের খরচ কমাতে হবে আমাদের। দুই কাপ চায়ের বদলে এক কাপ খান। এসি কম ব্যবহার করেন। অফিস ছাড়ার সময় আলো বন্ধ করে যান। আমাদের দল যদি বিশ্বের এক নম্বর না হতে পারে, তাহলে আমাদের এখানে থাকার দরকার নেই। আমাদের সবাইকে এখানে যার যার অবস্থান প্রমাণ করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ