Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে পাবনা জেলার পাকশীতে অবস্থিত শতাব্দী প্রাচীন একমাত্র ইস্পাত নির্মিত সর্ববৃহৎ রেল সেতু ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ধারণকৃত ইত্যাদি। উন্মুক্ত প্রাঙ্গণে হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে। প্রাচীণ আর বর্তমানের নিদর্শন এবং পাশে বহমান নদীর ধারা সবকিছু মিলিয়ে চমৎকার দর্শণীয় স্থান এই হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। পাবনার ইতিহাস, ঐতিহ্য এবং মহানায়িকা সুচিত্রা সেনের উপর ছিল একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। যার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছুই এই পাবনাতেই। পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের নিবেদিত প্রাণ কৃষি কর্মী বাদশা মোল্লার উপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। রয়েছে ঐতিহ্যবাহী ‘পাবনা মানসিক হাসপাতাল’ এর উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছিল দক্ষিণ-পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ দেশ স্পেনের বার্সোলোনার ঐতিহাসিক সাগরাদা দ্যা ফ্যামিলিয়ার উপর। যার অদ্ভুত নির্মাণ ইতিহাস ও স্থাপত্যশৈলী পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। ইত্যাদিতে গান গেয়েছেন পাবনারই কৃতী সন্তান বাপ্পা মজুমদার ও তার দলছুট দল। পাবনারই আরেক কৃতী শিল্পী স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী ভালোবাসার মানুষদের আবেগময় সম্পর্কের অনুভূতি নিয়ে গেয়েছেন একটি গান। পাবনাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত দর্শকদের সঙ্গে ২য় পর্বে অংশগ্রহণ করেছেন পাবনারই আরো দু’জন কৃতী শিল্পী-নাট্যদম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী। অনুষ্ঠানে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদি’র পুনঃপ্রচার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ