Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ রমনা বটমূলে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে ঐতিহাসিক রমনা বটমূলে ধারণ করা ইত্যাদির একটি বিশেষ পর্ব। পর্বটি ২০১১ সালের এপ্রিল মাসে ধারণ করা হয়। যেহেতু ‘ইত্যাদি’র এই পর্বটি বৈশাখ মাসে রমনার বটমূলে ধারন করা হয়েছিলো তাই অনুষ্ঠানে আমাদের কৃষ্টি, লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বাংলা নববর্ষ ও বৈশাখকে প্রধান্য দেয়া হয়েছে। ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। রংপুর বেতারাঞ্চলে প্রতিষ্ঠিত লালমনিরহাট জেলার চন্দনপাট কালিস্থানে গড়ে ওঠা ‘বাল্যবিবাহ প্রতিরোধ আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব’ এর উপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। এই ক্লাবের সদস্যগণ বেতারের অনুষ্ঠান শুনে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখেন। জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ১১০ বছরের বৃদ্ধ আব্দুল লতিফ ও তার ৮৩ বছরের পুরনো সাইকেলের উপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। যিনি এই বয়সেও তার সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে বেকার এবং অলস যুবকদের বিভিন্ন উপদেশ প্রদান করেন। রয়েছে বাঘেরহাটের ফকিরহাট থানার প্রচারবিমুখ লোকযন্ত্রশিল্পী নিখিল কৃষ্ণ মজুমদারের উপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। যিনি নিভৃত পল্লীতে থেকেও দেশীয় সংস্কৃতির চর্চা ও বিকাশের স্বার্থে কাজ করছেন। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা, হানিফ সংকেত এর সুরে, রাজেশ ও মেহেদীর সঙ্গীতায়োজনে একটি গান গেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। টিভি পর্দায় যার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিলো ‘ইত্যাদি’র মাধ্যমেই। রয়েছে ওয়াসেক ও তার দল পরিবেশিত একটি দৃষ্টিনন্দন লোকনৃত্য। রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র, দর্শক পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্ লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদি’র পুনঃপ্রচার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ