মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির নামও আছে প্যান্ডোরা পেপারসে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে লন্ডনের আদালত তাকে দেউলিয়া ঘোষণা করেন। কারণ চীনের তিনটি ব্যাংকের দায়ের করা মামলার শুনানিতে আদালতে দাবি করেন তার সম্পদের পরিমাণ শূণ্যে নেমে এসেছে। অনিল আম্বানি জানান, বিদেশে তার কোনো সম্পদ নেই। রোববার প্রকাশিত প্যান্ডোরার পেপারস এবার বলছে অন্য কথা। রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ও তার পক্ষের লোকদের মালিকানায় জার্সি, ভার্জিন আইল্যান্ড ও সাইপ্রাসে অন্তত ১৮টি অফশোর কোম্পানি রয়েছে। এরমধ্যে ৭টি কোম্পানির ১৩০ কোটি ডলারের বিনিয়োগ ও ঋণ রয়েছে। এগুলো প্রতিষ্ঠিত হয়েছে ২০০৭-১০ এরমধ্যে। জার্সিতে ব্যাটিস্টে আনলিমিটেড, রেডিয়াম আনলিমিটেড ও হুই ইনভেস্টমেন্ট আনলিমিটেড নামে ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে প্রতিষ্ঠিত তিনটি কোম্পানি রয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।