Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ছেত্রীকে আটকাও, গোল করো’

ব্রুজোন-জামালের এক মন্ত্র

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ মানেই টান টান উত্তেজনা। কেউ কেউ দ্বিমত করতে পারেন। এ লড়াইয়ে বাংলাদেশ জেতে কবে! যে ম্যাচ আসলেই সংবাদমাধ্যমে ‘মহারণ’, ‘যুদ্ধ’- এসব শব্দ লেখা হয়, সে ধরনের ম্যাচে তো জয়-পরাজয়ের আনন্দ-অনুপাতটা সমানই থাকার কথা। কিন্তু ১৮ বছরের বেশি সময় ধরে ফুটবলে ভারতের বিপক্ষে যে জয় নেই বাংলাদেশের! দ্বিমতকারীরা বলতেই পারেন, এ তো অসম এক লড়াই। এ নিয়ে উত্তেজনার আগুন ছড়ানোর কী আছে! খুবই যৌক্তিক কথা। কিন্তু ভারতের বিপক্ষে প্রায় দুই দশক বাংলাদেশ জয় না পেলেও যে এ ম্যাচে উত্তেজনার যে কমতি থাকে না, সেটি কিন্তু সত্য। জয়ের পাল্লাটা ভারতের দিকে হেলে থাকলেও এ দুই দলের লড়াইয়ে তাদের জয় তুলে নিতে হয় লড়াই করেই। আর যে ম্যাচে ‘লড়াই’ জিনিসটা থাকে, সেটি তো উত্তেজনা ছড়াবেই, রোমাঞ্চকর হবেই। আজ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে আরও একটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এ ম্যাচ ঘিরে যুদ্ধ যুদ্ধ ভাবটা কিন্তু থাকছেই। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী তো বলেই দিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সব সময়ই তার কাছে ‘যুদ্ধ’!
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচ এক আকর্ষণীয় লড়াই। সেই ১৯৯৫ সাল থেকে দক্ষিণ এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে দুই দলের খেলা ছড়িয়েছে আকর্ষণ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরে এখনো পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। চারটি ম্যাচ ড্র হয়েছে। ভারতের ৪ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র একটি। যেকোনো টুর্নামেন্টে এটিই বাংলাদেশের সর্বশেষ জয়। সেটিও এসেছে ১৮ বছর আগে, ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর পর জয়ের কাছাকাছি গেলেও জয়ের স্বাদ আর ভারতের বিপক্ষে পাওয়া হয়নি বাংলাদেশের।
আজ ভারত-বাংলাদেশ আরেকটি মহারণ। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। শ্রীলঙ্কা ম্যাচের মতো এই ম্যাচ নিয়েও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে বিপুল আগ্রহ। গতকাল দুপুরে থেকেই স্টেডিয়াম ফটকে টিকিট কিনতে দেখা গেছে অনেককেই। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর আজ প্রতিপক্ষ ভারত বলেই আশা করা যাচ্ছে, এদিন গ্যালারি ভর্তি থাকবে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এর সবই জানেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন। তাইতো গতকাল মালে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরো সময়ই জামাল ভূঁইয়াদের জন্য দিলেন উজ্জীবনী বক্তব্য দিলেন। একপর্যায়ে বাংলাদশকে ‘বিশ্বের সেরা দল’ও বলে ফেললেন ব্রুজোন! শুনে অনেকে হয়তো চমকে উঠেছেন। বাংলাদেশ বিশ্বের সেরা দল কবে, কীভাবে হয়ে গেল! অনেকে বলতে পারেন, আগে সাফ চ্যাম্পিয়ন হয়েই দেখাক বাংলাদেশ! কোচ অস্কার ব্রুজোন অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জটা নিচ্ছেন। তিনি বলেছেন, ‘একাগ্রতা ও আত্মবিশ্বাসে বাংলাদেশ বিশ্বের সেরা দল।’
ঢাকায় ২০১০ সাফ গেমসের আগে বাংলাদেশ কোচ জোরান জর্জেভিচের কথা কখনো ভোলার নয়। তিনি খেলোয়াড়দের উজ্জীবিত করতেন দারুণভাবে। খেলোয়াড়দের জড়িয়ে ধরে স্নেহ, ভালোবাসায় ভরিয়ে দিতেন। তার অধীন ঢাকায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ২০১০ এসএ গেমসে সোনার পদক জিতেছিল। এবার অস্কারের দল সাফে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসে প্রথম ম্যাচ জিতেছে। আজকের দ্বিতীয় ম্যাচ সামনে রেখে কোচ বলেছেন, ‘আমরা জিততে চাই ভারতের বিপক্ষে।’ কিন্তু জয়ের জন্য গোল দরকার। সেই গোল করার সামর্থ্যরে অভাব রয়েছে বাংলাদেশের। সেটিও জানেন দীর্ঘ দিন ধরে বাংরাদেশের ঘরো ফুটবলে সফল এই কোচ। উত্তরে জানালেন, ‘সমস্যা দূর করে আমরা প্রতি ম্যাচেই গোল করতে চাই এবং করব আশা করি।’
প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তা দলটির অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁকে নিয়ে ব্রুজোনের কথা, ‘ছেত্রীকে আমি ভালোভাবে চিনি ও জানি। ওর কোচ ছিলাম। ও বক্সে ভয়ংকর এক খেলোয়াড়। অল্প জায়গা থেকে গোল করে দিতে পারে। তবে ওকে কীভাবে থামাতে হয়, সেটা আমি জানি। কাজেই আমরা সেভাবেই পরিকল্পনা করছি।’
ভারতের বিপক্ষে ব্রুজোনের বড় চাওয়া, ম্যাচে নিয়ন্ত্রণ হাতে রাখতে হবে। বলের দখল রেখে খেলার পরিকল্পনা। দ্রুত বল দেওয়া-নেওয়া করে আক্রমণ ওঠার প্রতিই জোর দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ।
ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ একটু চাপেই আছেন। কারণ, ভারত এ টুর্নামেন্টে ফেবারিট এবং চ্যাম্পিয়ন হতে না পারলে সমালোচনা হবে তার। সেটা মনে রেখেই কি না বললেন, ‘আমরা এখানে এসেছি চ্যাম্পিয়ন হতেই।’ প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহ করে তার কথা, ‘বাংলাদেশ কোচ বদল করেছে। নতুন কোচ কোনো কৌশলে যাবেন। কাজেই আমাদের জন্য ম্যাচটা কঠিন হতে পারে। আমরা সবকিছু সহজ ভাবছি না।’ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পাওয়া পেনাল্টিকে হাস্যকর বলেছেন ভারতের কোচ। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়ার বলেন এটি কৌশলগত উত্তর, ‘এটা ভারতীয় কোচের মত। হতে পারে ম্যাচের আগে মানসিক খেলা খেলছেন তিনি। ম্যাচের আগের এমনটা হয়ে থাকে। কাজেই এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।’ ভারতের বিপক্ষে জয়ের আশা জানিয়ে জামালের সংযোজন, ‘আমারা জয় নিয়েই ভাবছি। অবশ্যই জিততে চাই।’



 

Show all comments
  • আরিফ ৭ অক্টোবর, ২০২১, ৩:৪৩ পিএম says : 0
    আজকের খেলা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রুজোন-জামাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ